নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ ২১ জুলাই এর সভার উদ্দেশ্যে বাঁকুড়ার বালিগুমা ফুটবল একাদশ ক্লাবের সদস্যরা সাইকেলে চড়ে রওনা দিল কলকাতার উদ্দেশ্যে। মঙ্গলবার গ্রামের ক্লাব থেকে সবুজ সাথীর সাইকেল নিয়ে প্রায় ২৫ জন যুবকের একটি দল যাত্রা শুরু করে। ওই সাইকেল দলটি আরামবাগ চাপাডাঙ্গা ডানকুনি হয়ে বুধবার সন্ধ্যে নাগাদ ধর্মতলায় পৌছাবে। প্রায় ১৪০ কিম যাত্রাপথে পথচলতি মানুষকে রাজ্য সরকারের উন্নয়নের বিষয় তুলে ধরবেন এবং সভায় যোগদানের আহ্বান জানাবেন। মঙ্গলবার এই ক্লাব সদস্যদের সাইকেল যাত্রার সূচনা করেন বিষ্ণুপুর ও জয়পুর ব্লক তৃণমূল নেতৃত্ব।