২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে চাঁদা নিয়ে নেতাদের সতর্ক করলেন বাঁকুড়া জেলা তৃণমূলের সভাপতি

0
142

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ ২১ জুলাই নিয়ে দলের নেতাদের কড়া বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২১ জুলাই এর জন্য চাঁদা আদায় করা যাবে না। দলের উচ্চস্তরের নেতার নির্দেশ কে মনে করিয়ে দিয়ে দলীয় বৈঠকে একই বার্তা দিলেন বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি। বুধবার বাঁকুড়া তৃণমূল ভবনে ২১ শে জুলাইএর প্রস্তুতি নিয়ে জেলা কমিটির বৈঠকে দলের ব্লকের নেতাদের এমনি বার্তা দিয়েছেন জেলা তৃনমূল সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র। এদিন বাঁকুড়া সাংগঠনিক জেলা নেতৃত্ব ও বিভিন্ন ব্লকের নেতাদের ও দলের বিভিন্ন শাখা সংগঠনের নেতাদের নিয়ে ২১ শে জুলাই এর প্রস্তুতি বৈঠক করেন জেলা সভাপতি।  দলীয় সুত্রে জানা গেছে এদিন বৈঠকে দলের নেতাদের উদ্দেশ্যে চাঁদা নিয়ে বিশেষ ভাবে সতর্ক করে দেন সভাপতি। এছাড়াও প্রতিটি ব্লকের সভাপতিদের দলের সকল শাখা সংগঠন কে নিয়ে  ব্লকে ব্লকে ২১ শে জুলাই এর প্রস্তুতি বৈঠক করার নির্দেশ দিয়েছেন জেলা তৃনমূল নেতৃত্ব। ব্লকের সভাপতিকে বাদ দিয়ে কোন বৈঠক নয়। ব্লক সভাপতিরা ব্লকের পদাধিকারিকদের নিয়ে প্রস্তুতি বৈঠক করে ব্লক থেকে কত সংখ্যক কর্মী ২১ শে জুলাই এর সভায় অংশ নেবে তা জেলা সভাপতিকে সেই রিপোর্ট জানাতে বলা হয়েছে। সুত্রের খবর দলের শাখা সংগঠনের কোন পদাধিকারিক প্রস্তুতি বৈঠকে হাজির না থাকলে ব্লক সভাপতির রিপোর্টের ভিত্তিতে সেই পদাধিকারিক নেতাকে শোকজ করা হবে জেলা তৃনমূলের তরফে।  সুত্রের খবর  প্রচার নিয়ে কড়া বার্তাও দিয়েছেন জেলা সভাপতি।২১ শে জুলাই কে মাথায় রেখে ব্লকে ব্লকে শহরে দলের প্রচার কে হাতিয়ার করতে হবে কোন ব্যাক্তি প্রচার করা যাবে না। এছাড়াও বাঁকুড়া জেলা থেকে সর্বকালের রেকর্ড সংখ্যক কর্মী নিয়ে ২১ শে জুলাই সভায় হাজির হবে জেলা তৃণমূল নেতৃত্ব তা স্পষ্ট জানানো হয়েছে এদিনের বৈঠক শেষে। চাঁদা বিষয়কে নিয়ে বিজেপির জেলা সভাপতি সুনীল রুদ্রের কটাক্ষ,তৃণমূল দান গ্রহন করেন না।  তৃনমূল কাটমানি ও দুর্নীতির টাকা গ্রহন করেন।

LEAVE A REPLY