সাথী প্রামানিক, পুরুলিয়া, ১৯ জুলাই: ধর্মতলায় শহিদ সভায় যোগ দিতে আজ থেকেই রওনা দিলেন পুরুলিয়া জেলার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। মূলত পুরুলিয়া, আদ্রা, ঝালদা, বরাভূম ষ্টেশন থেকেই ট্রেনে রওনা দেন তাঁরা। ভিড় এড়াতে দুদিন আগেই রওনা দেন বলে জানান তাঁরা। করোনা সংক্রমণ রোধে এবার বিধি মেনেই পালন করা হবে এবারের ২১ শে জুলাইয়ের শহীদ সমাবেশ। পুরুলিয়া জেলার আদ্রায় শহীদ সমাবেশের উদ্দ্যেশে তৈরি হওয়া ক্যাম্প পরিদর্শনে এসে এমনই জানালেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়া। একই সঙ্গে এদিন শহীদ সমাবেশের উদ্দেশ্যে যাওয়া দলীয় কর্মীদের মুখে মাস্ক পরিয়ে তাঁদের করোনা বিধি মেনে সমাবেশে সামিল হওয়ারও বার্তা দিলেন। এদিকে সোমবারই জেলায় সব স্তরের প্রস্তুতি সভা শেষ হয় বলে তৃণমূলের পক্ষে জানানো হয়েছে। এবার ২০ হাজারের বেশি কর্মী সমর্থক জেলা থেকে ধর্মতলায় উদ্দেশ্যে রওনা দেবেন বলে তৃণমূলের দাবি। তৃণমূল জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, “আজ দুপুরেই কলকাতা পৌঁছে গিয়েছেন তিন হাজারের বেশি কর্মী সমর্থক। তাঁরা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, নেতাজি ইনডোর স্টেডিয়ামের শিবিরে থাকছেন। ট্রেন ছাড়াও জেলা থেকে ২০০ টি বাস, ৩০০ টি ছোট গাড়িতেও নেতা কর্মীরা রওনা দিচ্ছেন। সুশৃঙ্খলভাবে তাঁরা শহিদ দিবসে যোগ দিচ্ছেন।”