স্বাধীনতা দিবসে ৭৫ মিটার লম্বা জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রা উখরায়

0
212

নিজস্ব সংবাদদাতা, অন্ডালঃ সোমবার দেশজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। এবার পচাত্তর বছর পূর্তি হওয়ায় স্বাধীনতা দিবস পেয়েছে অন্য মাত্রা। দিনটিকে স্মরণীয় করে রাখতে এদিন অন্ডাল ব্লকের উখরার স্থানীয় যুবশক্তি ক্লাব ৭৫ মিটার লম্বা জাতীয় পতাকা হাতে শোভাযাত্রার আয়োজন করে। বিবিরবাধ পাড়ায় ক্লাব চত্বর থেকে জাতীয় পতাকা হাতে শোভাযাত্রাটির সূচনা হয়। মাধাইঞ্জ রোড ধরে শংকরপুর, মোড় উখরা বাজার, গোটা গ্রাম ঘুরে বিবির বিবিরবাধ পাড়ায় ফিরে এসে শোভাযাত্রাটি সম্পূর্ণ হয়। শোভাযাত্রায় অংশ নিয়েছিল ক্লাবের শতাধিক সদস্য। ক্লাব সভাপতি ও সম্পাদক অমর কর্মকার, তপন মন্ডল-রা জানান, ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন প্রতিবারই আমরা জাতীয় পতাকা হাতে শোভাযাত্রার আয়োজন করি, এবার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ৭৫ মিটার লম্বা তেরঙ্গা পতাকা নিয়ে শোভাযাত্রার সিদ্ধান্ত নিয়েছিলাম। অন্যদিকে এদিন ন্যাশনাল কোল্ডফিল্ড সিটিজেন ফোরাম সংস্থার উদ্যোগেও পতাকা উত্তোলন কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানটি হয় সংস্থার বাজপাই মোড় অফিসে। পতাকা উত্তোলন করেন প্রবীণ শিক্ষাবিদ শিবকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়।

LEAVE A REPLY