নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ আবাস যোজনার তথ্য সংগ্রহের নামে উপভোক্তার ব্যাঙ্ক আকাউন্ট সাফ করার নয়া কৌশল নিয়েছিল প্রতারক। সে কাজে সফলও হয়েছিল সে। কিন্তু শেষ রক্ষা হলনা। শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়ল বাঁকুড়ার ইন্দপুর থানা এলাকার প্রতারক যুবক। অতনু কুণ্ডু নামের ওই যুবককে আজ সকালে গ্রেফতার করে খাতড়া মহকুমা আদালতে পেশ করে পুলিশ ধৃতকে চার দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয় বিচারক। স্থানীয় সূত্রে জানা যায় সম্প্রতি বাঁকুড়ার ছাতনা , বাঁকুড়া সদর থানা ও সর্বশেষ হিড়বাঁধ থানায় একের পর এক প্রতারনার ঘটনা সামনে আসে। প্রত্যেকক্ষেত্রে একই কৌশল নিয়েছিল প্রতারক। জানা গেছে এক যুবক আচমকাই আবাস যোজনার উপভোক্তার বাড়িতে হাজির হয়ে নিজেকে স্থানীয় বিডিও অফিসের কর্মী হিসাবে পরিচয় দিয়ে গৃহস্থের সাথে আলাপ জমায়। এরপর আবাস যোজনার জন্য তথ্য প্রয়োজন এই দাবী করে উপভোক্তা গৃহস্থের ভোটার কার্ড, আধার কার্ড এবং উপভোক্তার ছবি তোলে। পরে নিজের সাথে থাকা স্ক্যানারে উপভোক্তার আঙুলের ছাপ সংগ্রহ করে চম্পট দেয়। ওই যুবক বাড়ি থেকে বেরোনোর কিছুক্ষণ পরই উপভোক্তারা দেখেন তাঁদের ব্যাঙ্ক আকাউন্ট থেকে জমা টাকা সাফ হয়ে গেছে। গত ১৫ অক্টোবর হিড়বাঁধ থানা এলাকায় আলপনা কোনার নামের এক উপভোক্তার সাথে এমন প্রতারনার ঘটনা ঘটার পর কোমর বেঁধে তদন্তে নামে বাঁকুড়া জেলা পুলিশ। বিভিন্ন সূত্র কাজে লাগিয়ে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আজ সকালে হিড়বাঁধ ও ইন্দপুর থানা যৌথ ভাবে ইন্দপুর থানার পায়রাচালি এলাকার বাসিন্দা অতনু কুণ্ডুকে গ্রেফতার করে। সূত্রের খবর পুলিশের কাছে প্রতারক এই প্রতারনার ঘটনায় যুক্ত থাকার অভিযোগ স্বীকার করে নিয়েছে। এই ঘটনায় আর কেউ যুক্ত রয়েছে কিনা বা অন্য থানা এলাকাতে প্রতারনার ঘটনায় অতনু যুক্ত রয়েছে কিনা এখন তা খতিয়ে দেখছে পুলিশ।