স্বচ্ছ আবাস তালিকা সহ একাধিক দাবিতে অন্ডাল বিডিও অফিসে বিজেপির বিক্ষোভ

0
123

সংবাদদাতা,অন্ডালঃ সোমবার একগুচ্ছ দাবিতে অন্ডাল বিডিও অফিস কার্যালয়ে বিক্ষোভ দেখালো বিজেপি। এদিন সকাল ১১ টা থেকে বিক্ষোভ চলে প্রায় বেলা দুটো পর্যন্ত। অন্ডাল বিডিও অফিস-এ একাধিক দাবিতে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক দিলীপ দে, জয়ন্ত মিশ্র, জেলা কমিটির সদস্য সোমনাথ মুদি সহ অন্যরা। আবাস যোজনার স্বচ্ছ নামের তালিকা প্রকাশ, এক’শ দিনের বকেয়া মিটিয়ে দেওয়ার দাবি-র পাশাপাশি বার্ধক্য, বিধবা ভাতা প্রকল্পে প্রকৃতদের নাম নথিভুক্ত করা, অন্ডাল ব্লকের বিভিন্ন এলাকায় পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা, স্থানীয় বেকার ও কর্মহীনদের কাজে নিয়োগ, অন্ডালের দামোদর নদীর সংলগ্ন গ্রাম গুলিতে ভাঙ্গন রোধে বাঁধের ব্যবস্থা, নদী থেকে বালির অবৈধ কারবার বন্ধ সহ মোট আট দফা দাবিতে এদিনের কর্মসূচি পালন করা হয়। এদিন বিক্ষোভস্থলে রীতিমতো চেয়ার টেবিল পেরে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আবেদনপত্র পূরণ করা হয়। বিক্ষোভ শেষে অন্ডাল ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) সুদীপ্ত বিশ্বাসের কাছে দাবি সনদ দেওয়া হয় সেই সাথে দেওয়া হয় আবাস যোজনায় নতুন নামের তালিকাও। বিজেপির জেলা সভাপতি দিলীপ দে বলেন, ন্যায্য ব্যক্তিদের বাদ দিয়ে আবাস যোজনা তালিকায় স্বজন পোষণ করা হয়েছে। আমরা এদিন নতুন তালিকা বিডিওর কাছে জমা দিয়েছি। এই তালিকা কার্যকর করার অনুরোধ জানানো হয়েছে তাকে। দাবি সনদ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে জানান বিডিও সুদীপ্ত বিশ্বাস।

LEAVE A REPLY