সার্থক কুমার দে,লাউদোহাঃ কেন্দ্রীয় সরকার পশ্চিম বাংলার প্রাপ্য টাকা আটকে রেখেছে। আমরা টাকা আদায় করে আনব। দিল্লির কাছে মাথা নত করবে না বাংলার মানুষ। বুধবার নব জোয়ার কর্মসূচিতে লাউদোহার জনসভায় একথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার কর্মসূচি বুধবার পড়ল ২৩ দিনে। এদিন লাউদোহা স্কুল মাঠে জনসভা ও উখরাতে রোড শোয়ে যোগ দেন তিনি। লাউদোহা স্কুল মাঠে জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডঃ শান্তনু রায়, রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়,পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা দলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ অন্যরা। বক্তৃতায় অভিষেক কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনায় সরব হন। অভিযোগ করেন ২০২১ এর বিধানসভায় পশ্চিমবাংলায় শোচনীয় পরাজয় বিজেপির হজম হয়নি। রাজনৈতিকভাবে হেরে গিয়ে এখন তারা বাংলাকে ভাতে মারার চক্রান্ত করছে। আবাস যোজনা, ১০০ দিনের কাজ,গ্রাম সড়ক যোজনা,মিড ডে মিল প্রকল্পে বাংলার প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্র। সবকটি প্রকল্প মিলিয়ে এক লক্ষ ১৫ হাজার কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্রের বিজেপি সরকার। অভিষেক বলেন, দিল্লির কাছে কোন অবস্থাতেই মাথা নত করবে না বাংলার মানুষ। বকেয়া টাকা আদায় করতে বাংলা থেকে দশ লাখ মানুষকে নিয়ে দিল্লি যাওয়া হবে বলে হুঁশিয়ারি দেন অভিষেক। দিল্লি গিয়ে ধরনায় বসবো। বকেয়া পাওনা আদায় করে বাংলায় ফিরবো। কয়লা পাচারকাণ্ডে সিবিআই তদন্ত প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপি নেতা, জিতেন্দ্র তেওয়ারির নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, সবচেয়ে বড় কয়লা চোর এখন বিজেপি দলে গিয়ে আশ্রয় নিয়েছে। বিজেপি দলে ওয়াশিং মেশিন আছে। চোর,ছেচড়,ডাকাত সবাই ওখানে গিয়ে সাদা হয়ে যায়। এতদিন জানতাম যারা চুরি করে তারা জেলে যায়,এখন দেখছি যারা চুরি,ডাকাতি করে তারা সবাই বিজেপি দলে যায় বলে মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন লাউদোহা ফুটবল মাঠে জনসভা শেষ হওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগ দেন উখরায় রোড শোয়ে। আনন্দমোড় থেকে শুরু হয় রোড শো। শেষ হয় শঙ্করপুর মোড়ে। জনসভা ও রোড শো-তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে রেকর্ড সংখ্যক ভিড় হয়েছিল। এদিনের নব জোয়ার কর্মসূচি মানুষের ভিড়ে জনজোয়ারে পরিণত হয়েছিল বলে দাবি তৃণমূল নেতৃত্বের। উখড়ায় রোড শো শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় যান জামুরিয়ায় লিটি চোখা কর্মসূচিতে যোগ দেবেন।