নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে  ধাক্কা দুধ বোঝাই পিক আপ ভ্যানের

0
131

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ ফের কোতুলপুর এলাকায় পথ দুর্ঘটনা। এবার গতির বলি হল দুধ বোঝাই একটি পিক আপ ভ্যান। গতকাল গভীর রাতে জয়রামবাটী থেকে একটি পিক আপ ভ্যান কোতুলপুরের নেতাজী মোড়ের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে ধাক্কা মারে একটি বিদ্যুতের খুঁটিতে। ঘটনায় গুরুতর জখম হন ওই দুধ বোঝাই পিক আপ ভ্যানের চালক। প্রথমে স্থানীয়রা ও পরে কোতুলপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করে স্থানীয় গোগড়া গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। এমনিতে কোতুলপুর এলাকায় পথ দুর্ঘটনায় কিছুতেই রাশ টানা যাচ্ছে না। প্রায় প্রতিদিনই ওই এলাকায় কোথাও না কোথাও ঘটছে দুর্ঘটনা। স্থানীয়দের দাবী এক্ষেত্রেই দুর্ঘটনার মূল কারন পিক আপ ভ্যানটির বেপরোয়া গতি। এলাকায় যানবাহনের গতি কমানোর ব্যাপারে প্রয়োজনীয় পুলিশি পদক্ষেপের দাবী জানিয়েছেন এলাকার মানুষ।

LEAVE A REPLY