কাশীপুরে গাছের সঙ্গে ধাক্কা, মৃত এক সবজি ব্যবসায়ী, আহত ৬

0
249

সাথী প্রামানিক, পুরুলিয়া, ১৯ জুলাই: পুরুলিয়া জেলার কাশীপুরে পথদুর্ঘটনায় মৃত্যু হল এক সবজি ব্যবসায়ীর। ঘটনায় গুরুতর আহত আরও ৬ জন। আজ ভোরে জুরগুড়িডি সংলগ্ন আদ্রা থেকে কাশীপুর সড়কে ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের মধ্যে সজোরে ধাক্কা মারে একটি চারচাকা ভ্যান গাড়ি। গাড়িটি কাশীপুর থেকে আদ্রা দিকে যাচ্ছিল। ঘটনায় গুরুতর আহত হন গাড়িতে থাকা ৭ জন সবজি ব্যবসায়ী। খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছায় কাশীপুর থানার পুলিশ। গুরুতর আহত অবস্থায় সকলকে নিয়ে যায় স্থানীয় কল্লোলী গ্রামীণ হাসপাতালে। জানা গিয়েছে ওই গাড়ির মধ্যে ৭ জন সবজি ব্যবসায়ী আদ্রা সবজি আড়তে যাচ্ছিলেন। ঘটনায় গাড়িতে থাকা ৭ জন সবজি ব্যবসায়ীর মধ্যে এক সবজি ব্যাবসায়ী মারা যান  ও গুরুতর আহত অবস্থায় বাকি ৪ জনকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় এবং বাকি ২ জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন কাশীপুরের কল্লোলী গ্রামীণ হাসপাতালে।কাশীপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম গণেশ রায় (৩৩)। তাঁর বাড়ি কাশীপুর থানারই জিনা মনিপুর গ্রামে।

LEAVE A REPLY