বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ ফের ডিএসপিতে দুর্ঘটনায় ঝলসে গেলেন এক ঠিকা কর্মী। বৃহস্পতিবার দুপুরে প্লান্টের ব্লুমিং বিলেট মিলে বিদ্যুতের সুইচ বোর্ডে বিস্ফোরণ হয়। তাতে ঝলসে যান বিভূতি বিশ্বাস নামে এক ঠিকা কর্মী। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁকে ডিএসপি মেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বেসরকারি মিশন হাসপাতালে স্থানান্তর করা হয় বিভূতিকে। হাসপাতাল সূত্রে জানা গেছে বিভূতির শীরের প্রায় ষাট শতাংশ ঝলসে গেছে। প্লান্ট সূত্রে জানা গেছে, এদিন দুপুরে ব্লুমিং বিলেট মিলের অদূরে রি হিটিং ফার্নেসে কন্ট্রোল ফিউজ সুইচ বোর্ড থেকে বিদ্যুতের সংযোগ নিচ্ছিলেন বিভূতি। সেই সময় সুইচ বোর্ডে বিস্ফোরণ হয়। তাতে ঝলসে যায় ওই ঠিকা কর্মী। ঘটনার তদন্তের জন্য ইলেকট্রিক্যাল ও সেফটি বিভাগের আধিকারিকদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।