বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ দুর্ঘটনা যেন কিছুতেই পিছু ছাড়ছে না সেইলের দুর্গাপুর ইস্পাত কারখানায়। গতকাল বৃহস্পতিবারই দুপুরে কারখানার রিহিটিং ফার্নেসে বিদুতের সুইচ বোর্ডে বিস্ফোরণ ঘটায় এক ঠিক কর্মী ঝলসে যায়। যার অবস্থা আশঙ্কাজনক। এর আগে গত ২১ নভেম্বর কারখানায় গরম স্লাগের ল্যাডেল উলটে তিন ঠিকা কর্মীর মৃতু হয়। পর পর সেই দুর্ঘটনার মধ্যেই ফের ডিএসপিতে দুর্ঘটনা। বৃহস্পতিবার মধ্যরাতে কারখানার র মেটেরিয়াল হ্যান্ডেলিং বিভাগে কর্মরত অবস্থায় কনভেয়ার বেল্টে পড়ে কয়েক টুকরো হয়ে গেল এক স্থায়ী কর্মীর দেহ। মৃত কর্মীর নাম আশুতোষ ঘোষাল। তিনি কারখানার সিনিয়র টেকনিশিয়ান ছিলেন। নাইট শিফটে ডিউটি করছিলে। দুঘটনার খবর জানতে পেরে রাতেই প্লান্টে যান শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা। তারা ঘটনার তদন্তের দাবি করেন। এই ভাবে পর পর দুর্ঘটনায় কর্মীদের নিরাপত্তা নিয়ে কারখানা কর্তৃপক্ষ রীতিমতো উদ্বেগের মধ্যে পড়ে গেছে। অন্যদিকে,শ্রমিক সংগঠনগুলিও কর্মীদের নিরাপত্তা নিয়ে কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগ তুলে সোচ্চার হয়েছে।