সিটি সেন্টার অঞ্চলে অবৈধ দোকান ভাঙতে তৎপর এডিডিএ

0
69

বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ সিটি সেন্টার অঞ্চলে অবৈধ দোকান ভাঙতে তৎপর হল এডিডিএ। শুক্রবার সকাল থেকে গান্ধীমোড় – জংশন মলের আসপাশে গজিয়ে ওঠা দোকান সরিয়ে নেওয়ার জন্য  মাইক নিয়ে ঘোষণা করা হয়। প্রতিটি অবৈধ দোকানে উচ্ছেদের নোটিশ সাটিয়ে দেওয়ার সাথে লাল কালি দিয়ে চিহ্নিত করে দেওয়া হয়। এডিডিএ কর্তৃপক্ষ জানিয়েছেন অতীতেও ভাঙা হয়েছে। ফের দোকান তৈরি হয়ে গেছে। কিন্তু এবার ভেঙে দেওয়ায় পর আর কাউকে দোকান তৈরি করতে দেওয়া হবে না। এদিন উচ্ছেদের নোটিশ দেওয়ার পর দোকানদারদের একাংশ এডিডিএর কর্মীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তাদের বক্তব্য দীর্ঘদিন ধরে দোকান করে সাংসার চলছে। দোকান ভেঙে দিলে রাস্তায় বসতে হবে।

LEAVE A REPLY