বাঁকুড়ায় বাড়ছে অ্যাডিনো ভাইরাস,হাসপাতালে ভর্তি ৭০ শিশু

0
101

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ সারা রাজ্যের পাশাপাশি বাঁকুড়া  জেলাতেও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত শিশুর সংখ্যা। বিগত কয়েকদিনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে জটিলতার কারনে ৪৩ জন শিশুকে ভর্তি করা হয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে। জানা গেছে,আপাতত মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত ৭০ জন শিশু। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি,আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে। চলতি বছর শীত শেষ হতেই অ্যাডিনো ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেতে থাকে বাঁকুড়া জেলায়। গত এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে খুব দ্রুত হারে। জানা গেছে, অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত শিশুদের মধ্যে একটা বড় অংশের শরীরে জটিলতা দেখা দিচ্ছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে অনেকেই আসছেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে। ফলে ইনডোর ও আউটডোর উভয় ক্ষেত্রেই বৃদ্ধি পাচ্ছে রোগীর সংখ্যা। জ্বর ও একই সাথে শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে আউটডোরে শিশু চিকিৎসার জন্য এলেই তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে নিকু,পিকু,এস এন সি ইউ ও শিশু বিভাগ তৈরী রাখা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত চিকিৎসক। মজুত রাখা হচ্ছে যথেষ্ট ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম।

LEAVE A REPLY