জয় লাহা, দুর্গাপুর,৯ আগস্টঃ মঙ্গলবার দুর্গাপুর পলাশডিহা ময়দানে পালিত হল বিশ্ব আদিবাসী দিবস। উদ্যোক্তা ছিল আদিবাসী গাঁওতা সংগঠন। এদিন দুপুর নাগাদ প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর পুরসভার মেয়র অনিন্দিতা মুখার্জী। অনুষ্ঠানের শুরুতে ময়দানে সিধু ও কানুর ছবিতে আদিবাসীদের প্রথা অনুযায়ী মাল্য দান করা হয়। ওই মঞ্চ থেকে রাজ্যের নব নির্বাচত পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারকে সম্বর্ধনা দেওয়া হয়। এদিন অনগ্রসর আদিবাসী সমাজের সমস্যা, অভাব অভিযোগের একগুচ্ছ দাবী মন্ত্রীর কাছে তুলে ধরা হয়। সংগঠনের পক্ষে সুনীল সোরেন বলেন,” রাজ্যের বেশ কিছু এলাকায় এখনও জাহের থানা ও আদিবাসীদের শ্মশান নেই। খেলার মাঠের বেহাল অবস্থা। অথচ আদিবাসী সমাজ থেকে খেলাধুলায় অনেক প্রতিভাবান উঠে এসেছে। রাজ্য তথা দেশের নাম উজ্জ্বল করেছে। তাই এসমস্ত সমস্যা সমাধানের আর্জি জানিয়েছি। আমরা আশাবাদী।”