নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ পুরুলিয়া এবং ঝাড়গ্রামে আদিবাসীদের সামাজিক বহিষ্কারের পুলিশি প্রশাসনের ভূমিকা প্রতিবাদে, তপশিলি উপজাতি সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে সরকারি টালবাহানা ও অঅদিবাসীদের এস টি সার্টিফিকেট দেওয়ার বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ গ্রহণ, সাঁওতালি ভাষা ও অলচিকি লিপিতে পাঠদান শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োগ, আদিবাসী সমাজের কুসংস্কার ও ডাইনি কথা দূরীকরণ বিষয়ে সরকারি পদক্ষেপ গ্রহণ আদিবাসীদের অর্থনৈতিক উন্নয়নে সাধনে এগ্রোফরেস্ট, হর্টিকালচার, ডেয়ারী ফার্ম আদিবাসী এলাকায় গঠন করার উদ্যোগ গ্রহণের দাবীতে আজ সারা বাংলা জুড়ে আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকা ১২ ঘণ্টার বাংলা বন্ধ। আর বাংলা বন্ধের প্রভাব লক্ষ্য করা গেল যাত্রীবাহী বাস পরিষেবায়। বাঁকুড়ার মূলত দক্ষিণ অংশ জঙ্গলমহলে বিভিন্ন রূটে বাস চলাচল করছে না সকাল থেকেই। বাঁকুড়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে যাত্রীবাহী বাস। প্রায় ২০০ টি বাস চলাচল করে বাঁকুড়ার রানীবাঁধ, রাইপুর, সারেঙ্গা, সিমলাপাল, খাতড়া, শিলদা এবং ঝাড়গ্রাম রুটে। সেই সব এলাকার গন্তব্যে পৌঁছতে বেসরকারি বাস পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন যাত্রীরা। বাঁকুড়ার জঙ্গলমহলে খোলা হাট বাজার বাঁকুড়া রানীবাঁধ এলাকায়। সকাল থেকেই স্বাভাবিক বাঁকুড়া রানীবাঁধ বাজার। বাঁকুড়া জঙ্গলমহলের দোকান হাট বাজার সবই খোলা রয়েছে। কিন্তু প্রভাব পড়েছে বাস চলাচলে। খাতড়া রানিবাঁধ রাইপুর সারেঙ্গা সিমলাপাল বেসরকারি বাস করছে না। হাতে গোনা সরকারি বাস চলাচল করলেও যাত্রী দুর্ভোগের ছবি পরিষ্কার।