সংবাদদাতা, অন্ডালঃ কয়েকদিন আগে রাজ্যে হয়েছে “দুয়ারে সরকার”- শিবির। বুধবার থেকে শুরু হল পরিষেবা প্রদান কর্মসূচি। এই কর্মসূচিতে এদিন কাজোরা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে যোগ্য আবেদনকারীদের হাতে তুলে দেওয়া হল বিভিন্ন প্রকল্পের শংসাপত্র। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান প্রাণকেষ্ট নুনিয়া, জেলা পরিষদের সদস্য বিষ্ণুদেও নুনিয়া, অন্ডালের বিডিও সুদীপ্ত বিশ্বাস সহ অন্যরা। এদিন দেড়শ জন উপভোক্তার হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। পঞ্চায়েত প্রধান প্রানকেষ্ট নুনিয়া জানান কয়েকদিন আগে এলাকায় হয়েছে দুয়ারে সরকার শিবির, সেই শিবিরে বহু মানুষ রাজ্য সরকারের লক্ষীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, জমির পাট্টা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা সহ বিভিন্ন প্রকল্পে সুবিধা পাওয়ার জন্য আবেদন করেছিলেন। আবেদনকারীদের কাগজপত্র পরীক্ষা করে যারা যোগ্য মনোনীত হয়েছেন এদিন তাদের হাতে প্রকল্পের শংসাপত্র দেওয়া হয়।