অখিল গিরিকে কানধরে ওঠবোস করানোর দাবি বিজেপির

0
81

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ দেশের রাষ্ট্রপতি প্রসঙ্গে রাজ্যের তৃণমূল বিধায়ক তথা কারামন্ত্রী অখিল গিরির আপত্তিকর মন্তব্যের জেড়ে জেলায় জেলায় প্রতিবাদ ও বিক্ষোভ চলছে। এদিন বাঁকুড়া জেলাতেও বিভিন্ন জায়গায় এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান জেলার বিজেপি কর্মী সমর্থকরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অসম্মান করার প্রতিবাদ জানিয়ে বিজেপি কর্মীরা মিছিল করে বাঁকুড়া শহরের প্রানকেন্দ্র মাচানতলায়। তারা হাতে পতাকা, প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। নেতাকর্মীরা অখিল গিরির মন্তব্যের তীব্র প্রতিবাদ করে বলেন, ক্ষমা নয়, অখিল গিরিকে কান ধরে ওঠবোস করানো এবং অবিলম্বে তাঁকে মন্ত্রীসভা থেকে বরখাস্ত করা হোক।

LEAVE A REPLY