সাথী প্রামানিক, পুরুলিয়া, ১২ নভেম্বর: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় রাজ্যের মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে পুরুলিয়া জেলা জুড়ে থানায় অভিযোগ দায়ের করতে উদ্যোগী হল বিজেপি। এই ইস্যুতে গ্রামে গ্রামে কর্মসূচি নিচ্ছে বিজেপি। আজ ভারতীয় জনতা আদিবাসী মোর্চার উদ্যোগে প্রতিবাদ মিছিল হয় পুরুলিয়া শহরে। মিছিল শেষে স্থানীয় টাক্সি স্ট্যান্ডে বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মীরা। এদিন দলীয় এক সাংগঠনিক সভায় যোগ দিয়ে বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক তথা সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, “রাজ্যের মন্ত্রীর এই মন্তব্যের জন্য মূখ্যমন্ত্রী কোনও বিবৃতি দেন নি। রাজ্যের এক জন মন্ত্রী হয়ে অখিল গিরি রাষ্ট্রপতির বিরুদ্ধে যে কুরুচিকর মন্তব্য করেছেন সংসদীয় গণতন্ত্রকে কালিমালিপ্ত করল। তাঁর পদত্যাগ করা উচিত। আমরা রার্জনৈতিকভাবে রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করছি।” রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসকদল তৃণমূলও ৷ এরই মাঝে তাঁর ওই মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন অখিল গিরি ৷ প্রসঙ্গত, শুক্রবার নন্দীগ্রামের গোকুলনগর শহীদ মঞ্চের কাছে তৃণমূলের অবস্থান বিক্ষোভ কর্মসূচি ছিল । অভিযোগ, সেই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নামে কুরুচিকর মন্তব্য করেছিলেন।