নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ সুপার ভাইজারের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে পূর্ব বর্ধমান জেলা জুড়ে ১০২ অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ রেখে বিক্ষোভে সামিল হল পরিষেবার সঙ্গে যুক্ত ড্রাইভার ও টেকনিশিয়ানরা। সুপার ভাইজার পদত্যাগ না করলে অ্যাম্বুলেন্স পরিষেবা স্বাভাবিক হবে না বলে চরম হুঁশিয়ারি আন্দোলনকারীদের। এই প্রকল্পে জেলায় ৬২ টি অ্যাম্বুলেন্স এই পরিষেবা দিয়ে থাকে। প্রায় ১৮৪ জন কর্মী এই পরিষেবার সাথে যুক্ত আছেন। পূর্ব বর্ধমানের বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল, কাটোয়া মহকুমা হাসপাতাল, কালনা মহকুমা হাসপাতাল সহ বিভিন্ন ব্লক স্বাস্থ্য কেন্দ্র এবং উপ স্বাস্থ্য কেন্দ্রে মেলে এই জরুরি পরিষেবা। আন্দোলনকারীদের অভিযোগ, সুপার ভাইজার গৌতম কুণ্ডু তাদের সাথে খারাপ ব্যবহার করেছেন। আট ঘন্টার জায়গায় তাদের বারো ঘন্টা ডিউটি করতে বাধ্য করা হয়। অতিরিক্ত ডিউটি করতে না চাইলে তাদের কাজ থেকে তাড়িয়ে দেবার হুমকি দেওয়া হয়। গত ১ মার্চ অ্যাম্বুলেন্সে রোগীকে গন্তব্যে পৌঁছে ফেরার পথে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন টেকনিশিয়ান রামকৃষ্ণ দাস ও অ্যাম্বুলেন্স চালক। তাদের গুরুতর জখম অবস্থায় কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসারত অবস্থায় রামকৃষ্ণ দাস মারা যান। অভিযোগ সেই সময়ও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি সুপার ভাইজার। তাই সুপার ভাইজারকে অবিলম্বে বরখাস্ত করতে হবে এই দাবি নিয়ে বৃহস্পতিবার রাত থেকে ১০২ অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ রেখেছেন চালকরা। যদিও তাদের দাবী জরুরী রেফার পরিষেবা তারা চালু রেখেছেন। অন্যান্য সমস্ত পরিষেবা বন্ধ আছে। যতক্ষণ তাদের দাবী না মিটবে ততক্ষণ তারা গাড়ি চালাবে না বলে সাফ কথা আন্দোলনকারীদের। সুপার ভাইজার গৌতম কুণ্ডুর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ড্রাইভাররা অবৈধভাবে রোগীর পরিবারের কাছ থেকে টাকা নেয়। আমি তার বিরুদ্ধে হওয়ায় আমাকে টার্গেট করা হচ্ছে। যদিও এবিষয়ে ১০২ অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব রায় দ্রুত পরিষেবা স্বাভাবিক করার ব্যাপারে পদক্ষেপের কথা জানিয়েছেন।
Home পূর্ব বর্দ্ধমান সুপার ভাইজারের বিরুদ্ধে ক্ষোভ,বর্ধমান জেলা জুড়ে অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ রেখে বিক্ষোভে চালকদের