জয় লাহা,দুর্গাপুর,৪ ফেব্রুয়ারীঃ অমৃতভারত প্রকল্পে দেশের ১২৭৫ রেলষ্টশনকে আধুনীকিকরনের উদ্যোগ নিয়েছে রেলমন্ত্রক। যার মধ্যে তালিকায় পশ্চিমবাংলায় রয়েছে ৯৪ টি রেলষ্টেশন। আর তাতেই খুশীর হাওয়া রেলযাত্রীদের। প্রসঙ্গত, প্রায়ই বিভিন্ন রেলষ্টেশনের দৈন্যদশার অভিযোগ ওঠে। কোথাও চলমান সিঁড়ি থাকা স্বত্ত্বেও বন্ধ। কোথাও ভ্যাপসা গরমে ফ্যান চলে না। আবার কোথাও প্ল্যাটফর্মে প্রতিক্ষালয় সেভাবে নেই।যাত্রী স্বাচ্ছন্দের জন্য চলতি বছরই দেশবাসীকে দ্রুতগামী বন্দেভারত ট্রেন উপহার দিয়েছে কেন্দ্র সরকার। এবার চলতি অমৃতকাল বাজেটে অমৃতভারত প্রকল্প হাতে নিল রেলমন্ত্রক। ইতিমধ্যে তার তালিকাও প্রকাশ করেছে। প্রকল্পে দেশের ১২৭৫টি ষ্টেশনকে ওই প্রকল্পের আওতায় রাখা হয়েছে। যার মধ্যে পশ্চিমবঙ্গের রয়েছে ৯৪টি রেলষ্টেশন। তালিকায় রয়েছে, বর্ধমান, রামপুরহাট, বোলপুর শান্তিনিকেতন, নবদ্বীপ ধাম, খাগড়াঘাট, কাটোয়া, কল্যাণী, শান্তিপুর, ক্যানিং, চাঁদপাড়া, সোনারপুর, বহরমপুর কোর্ট, বেথুয়াডহরী, বনগাঁ, কল্যাণী ঘোষপাড়া, নৈহাটী, ব্যারাকপুর, দমদম জংশন, গেদে, অন্ডাল, সীতারামপুর,পান্ডবেশ্বর,সিউড়ি, পানাগড়, মালদা টাউন, নিউ ফারাক্কা, ধূলিয়ান গঙ্গা, জঙ্গীপুর রোড, নিউ আলিপুরদুয়ার, ডালগাঁও, হাঁসিমারা, দিনহাটা, নিউ মাল জংশন, জলপাইগুড়ি রোড, ধূপগুড়ি, ফালাকাটা, কামাক্ষাগুড়ি, বান্নাগুড়ি, মালদা কোর্ট, কালিয়াগঞ্জ, হলদিবাড়ি, ভালুকারোড,আলুয়াবাড়ি,জলপাইগুড়ি, ডালখোলা, হরিশচন্দ্রপুর, শামসী,পুরুলিয়া, বাঁকুড়া, আদ্রা, বিষ্ণুপুর,বরাভূম,বার্নপুর, চন্দ্রকোণা রোড, গড়বেতা, আনাড়া, জয়চাঁদি পাহাড়, শালবনি, মধুকুন্ডা, আন্দুল, বেলদা, দীঘা, হলদীয়া, হিজলী, ঝাড়গ্রাম, খড়গপুর, মেচেদা, মেদিনীপুর, পাঁশকুড়া, তমলুক, ঝালিদা, সুইসা, তুলিন, বাগনান, উলুবেড়িয়া, গোসীগাঁও হাট,শালীমার, হাওড়া, আলিপুরদুয়ার জংশন, নিউ কুচবিহার, নিউ জলপাইগুড়ি,আসানসোল,ব্যান্ডেল, কলকাতা টার্মিনাল। রেলসুত্রে জানা গেছে, মুলত যাত্রী স্বাচ্ছন্দের ওপর বেশী গুরুত্ব দেওয়া হয়েছে। আর তার জন্যে নির্ধারিত ষ্টেশনগুলিকে খোলনলচে বদলে ফেলা হবে। আধুনিকমানের পুনর্গঠন করা হবে ষ্টেশনের। পর্যাপ্ত পার্কিংয়ের ব্যাবস্থা। পর্যাপ্ত বিশ্রামাগার। প্ল্যাটফর্মের যাত্রীদের বসার আসন। থাকবে ইন্টারনেট ব্যাবস্থা। এছাড়াও ষ্টেশনে স্বচ্ছতা থাকবে। আসানসোল রেল ডিভিশন সুত্রে জানা গেছে, অনেক জায়গায় একদিকে টিকিট কাউন্টার সহ ষ্টেশনের ঢোকার ব্যাবস্থা রয়েছে। অমৃতভারত প্রকল্পে দুই দিকে সেই একই ব্যাবস্থা থাকবে। এছাড়াও চলমান সিঁড়ি সহ লিফটের ব্যাবস্থা থাকবে।”