আধার নিয়ে বিভ্রান্তি অন্ডালে

0
609

অন্ডাল, ২২ আগস্টঃ চলতি মাসের ২২, ২৬ ও ২৭ তারিখ এই তিন দিন অন্ডাল বিডিও অফিসে নতুন আধার কার্ড ও ভুল থাকা কার্ডের সংশোধনের কাজ হবে । এই মর্মে জেলাশাসকের সই করা একটি বিজ্ঞপ্তি গত কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় অনেকে পোস্ট ও শেয়ার করেছেন । আধার কার্ড তৈরি করার এমন সুবর্ণ সুযোগ কেউ হাতছাড়া করতে চাইনি । তাই বৃহস্পতিবার  ব্লকের বিভিন্ন জায়গা থেকে অগণিত মানুষ অন্ডাল বিডিও অফিসে জড়ো হন । ভিড় এড়াতে অনেকে আবার সকাল সাতটাতেই পৌঁছে যান বিডিও অফিসে । কিন্তু বেলা এগারোটার পর বিডিও অফিসের কর্মচারীদের জিজ্ঞেস করে তাঁরা জানতে পারেন এখানে কোনও আধার কার্ডের কাজ হচ্ছে না । যা শুনে অনেকে যেমন হতাশ হন আবার অনেকে ক্ষোভ প্রকাশও করেন । উখড়া গ্রামের চন্দনা ঘোষ দক্ষিণ খণ্ডের বিশ্বজিত ঘোষ মদনপুর পঞ্চায়েতের বাসকার বাসিন্দা  ধনঞ্জয় বাউড়িরা জানান আধার কার্ড করানোর জন্য সেই সকাল থেকে দাঁড়িয়ে আছি এখন শুনছি জেলাশাসকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিটি ভুয়ো ।  পঞ্চায়েত সমিতির সভাপতি লক্ষ্মী টুডু জানান এই ধরনের কোনও বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেনি । কে বা কারা এই  বিভ্রান্তি সোশ্যাল মিডিয়ায় ছড়াল খোঁজ নিয়ে দেখব বলে তিনি আশ্বাস দেন ।