অন্ডাল গ্রামে একাধিক প্রকল্পের উদ্বোধন

0
172

সংবাদদাতা, অন্ডালঃ অন্ডাল গ্রামের পান্ডে পাড়ায় উদ্বোধন হলো কমিউনিটি সেন্টার, কমিউনিটি টয়লেট সহ তিনটি সরকারি প্রকল্পের। উদ্বোধন করলেন অন্ডাল গ্রাম পঞ্চায়েতের প্রধান সুধীন পান্ডে। প্রকল্প উদ্বোধনের অনুষ্ঠানে পঞ্চায়েত প্রধান সুধীন পান্ডে ছাড়াও উপস্থিত ছিলেন রাজু রায়, পঞ্চায়েত সদস্যা শ্রাবণী কর্মকার, সীমা বাগদী সহ অন্যরা। প্রকল্পগুলি তৈরি হয়েছে অন্ডাল গ্রাম পঞ্চায়েতের নিজস্ব আর্থিক তহবিল থেকে। সুধীনবাবু জানান, কমিউনিটি সেন্টারটি তৈরি করতে খরচ হয়েছে আনুমানিক ২০ লক্ষ টাকা। এটি সাংস্কৃতিক ও অন্যান্য অনুষ্ঠানের জন্য স্থানীয়রা ব্যবহার করতে পারবেন। কমিউনিটি বায়ো টয়লেটটি করতে খরচ হয়েছে সাড়ে তিন লক্ষ টাকা। এছাড়াও স্থানীয় জরুলি পুকুরের সৌন্দর্যের কাজও সম্পন্ন হয়েছে। খরচ হয়েছে সাড়ে তিন লক্ষ টাকা।

LEAVE A REPLY