বিশ্বকর্মা পুজো উপলক্ষে বস্ত্রদান

0
580

অন্ডাল, ১৮ সেপ্টেম্বরঃ বুধবার বিশ্বকর্মা পুজো উপলক্ষে খান্দরায় একটি বেসরকারী কাঁচ কারখানার সংস্থার পক্ষ থেকে এলাকার দুঃস্থ মানুষদের দেওয়া হল নতুন বস্ত্র। সংস্থার কর্মকর্তা নরেশ শর্মা জানান,প্রতি বছরই কারখানায় বিশ্বকর্মা পুজোর পাশাপাশি,বস্ত্রদানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন এলাকার ৫০ জনকে নতুন বস্ত্র দেওয়া হয়। সেই সাথে সংস্থার পক্ষ থেকে দেওয়া হয় বিশেষ উপহারও।