অন্ডালে ফুটবল, ঢাক, নকুল দানা নিয়ে বিজেপির মিছিল

0
281

সংবাদদাতা, অন্ডালঃ বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের খুশিতে ফুটবল, ঢাক, অনুকূলদানা নিয়ে অন্ডালে অভিনব মিছিল করল বিজেপি কর্মী সমর্থকেরা। শুক্রবার বেলা ১১ টা নাগাদ মিছিলটি শুরু হয় অন্ডালের হরি মন্দির এলাকা থেকে। শেষ হয় পোস্ট অফিস মোড়ে। মিছিল চলার পথে ফুটবল হাতে ঢাক বাজিয়ে পথচারী, দোকানদার ও বাসিন্দাদের নকুল দানা বিতরণ করেন বিজেপি কর্মীরা। উল্লেখ্য বৃহস্পতিবার বীরভূমের নিজের বাড়ি থেকেই অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। কয়লা ও গরু পাচারের অভিযোগ রয়েছে অনুব্রত বাবুর বিরুদ্ধে। মিছিলে অংশ নেওয়া বিজেপি-র এক নেতা জানান, যে কোনো ভোট এলেই অনুব্রতবাবু কখনো চরাম চরাম,পাচন, নকুল দানা, খেলা হবে বলে বিরোধীদের চমকাতেন। কয়লা, গরু পাচারের অভিযোগে আজ তিনি শ্রীঘরে। সেই কারণেই এদিনের মিছিল বলে জানান তিনি।

LEAVE A REPLY