নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ অনুব্রত মন্ডলকে বীরভুমের নিজের বাড়ি থেকে তুলে নিয়ে গেল সি বি আই। সেই খুশিতে বাঁকুড়ার পুয়াবাগানে বাজল চড়াম চড়াম ঢাক, বিলি করা হল গুড় বাতাসা, নকুলদানা। বৃহস্পতিবার সকালেই বীরভূমের প্রভাবশালী তৃনমূল নেতা অনুব্রত মন্ডলের বাড়ি ঘিরে ফেলে সিবি আই ও কেন্দ্রীয় বাহিনী। তারপরে নিজেদের হেফাজতে নিয়ে বাড়ি থেকে বের করে গাড়ি করে তুলে নিয়ে গেল সিবিআই আধিকারিকরা। এই ঘটনার খবর প্রকাশ হতেই বাঁকুড়ার পুয়াবাগানে বিজেপি নেতা কর্মীরা বাজাল চড়াম চড়াম ঢাক। পথচলতি মানুষ থেকে স্থানীয় দোকানদারদের বিলি করা হল গুড় বাতাসা ও নকুল দানা। বিজেপির কটাক্ষ চড়াম চড়াম ডাক আর গুড় বাতাসার সৃষ্টিকর্তা আজ সি বি আই এর হেফাজতে। এই খুশিতে এই কর্মসূচী পালন করা হল বিজেপির তরফে।