অনুব্রত গ্রেফতারে বিজেপি-সিপিএমের উচ্ছ্বাস দুর্গাপুর–পানাগড়ে

0
204

বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ অনুব্রত মন্ডল গ্রেপ্তার হতেই দুর্গাপুরে কার্যত উচ্ছাসে মেতে ওঠেন বিজেপি ও সিপিএম কর্মী – সমর্থকরা। সিটি সেন্টার বাসস্ট্যান্ডে পথ চলতি মানুষদের নকুলদানা ও বাতাসা খাওয়ানো হয়। একই ছবি দেখা যায় পানাগড় বাজারে। এখানে দলের পূর্ব বর্ধমান জেলা সহ সভাপতি রমণ শর্মা ও তাঁর অনুগামীরা পানাগড় বাজারে দোকানদার, ক্রেতা ও রাস্তায় পথ চলতি মানুষদের নকুলদানা ও বাতাসা খাওয়ান। অনুব্রত গ্রেপ্তার হতেই দুর্গাপুরে সিপিএম নেতৃত্ব চড়াম চড়াম মিছিল করার কথা ঘোষণা করেছিলেন। সেইমত দুপুর গড়িয়ে বিকেল হতেই ঢাক নিয়ে বেরিয়ে পড়েন সিপিএম কর্মী – সমর্থকরা। দুর্গাপুর কেমিকেল, করঙ্গপাড়া, ও বেনাচিতি এই তিনটি জায়গা থেকে মিছিল করে সিপিএম কর্মী – সমর্থকরা। মিছিল থেকে সিপিএম কর্মী – সমর্থকরা পথ চলতি মানুষদের নকুলদানা – বাতাসা খাওয়ানো হয়।

LEAVE A REPLY