নিজস্ব সংবাদদাতা,অন্ডালঃ অন্ডালের উখরায় ধরা পরল দুই দুষ্কৃতী। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। মঙ্গলবার ধৃতদের তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে। সোমবার গভীর রাতে অন্ডাল থানার উখড়া গ্রামের আনন্দমোড় সংলগ্ন শ্মশান এলাকা থেকে পুলিশের হাতে ধরা পরে তপন বাউরী ওরফে বুলেট ও হরিসাধন ঘোষ নামে দু’ই দুষ্কৃতী। পুলিশ সূত্রে জানা গেছে, রাতে শ্মশান সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করছিল ওই দু’জন। পুলিশ তাদের জেরা করে। তাদের অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ হওয়ায় পুলিশ তাদের তল্লাশি করে। তল্লাশিতে তাদের কাছ থেকে উদ্ধার হয় সেভেন এম এম একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিনটে কার্তুজ। উখরা গ্রামের বাসিন্দা ধৃত দুজন অসৎ কোনো উদ্দেশ্যেই আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল বলে দাবি পুলিশের। মঙ্গলবার তাদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। ধৃতদের জেরা করার প্রয়োজনে নিজেদের হেফাজতের নেওয়ার আবেদন জানায় পুলিশ। বিচারক তাদের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বলে আদালত সূত্রে খবর।