সংবাদদাতা,অন্ডালঃ পুলিশের জালে ধরা পড়লো দুই এটিএম হ্যাকার। রবিবার কাজোরা মোড়ের কাছ থেকে তাদের ধরে অন্ডাল থানার পুলিশ। ধৃতদের আজ পেশ করা হয় দুর্গাপুর মহকুমা আদালতে। বেশ কিছুদিন ধরে খনি এলাকার বিভিন্ন এলাকা থেকে আসছিল এটিএম থেকে টাকা গায়েব হওয়ার অভিযোগ। পুলিশের কাছেও সেই অভিযোগ পৌছায়। শুরু হয় নজরদারি। নজর রাখা হচ্ছিল বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংকের এটিএম গুলির উপর। অবশেষে সাফল্য এলো রবিবার। কাজোড়া মোড় সংলগ্ন একটি এটিএম কাউন্টার থেকে হাতেনাতে দুই দুষ্কৃতিকে পাকড়াও করে অন্ডাল থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয় আয়রন চিপ ডিভাইস,স্ক্রু ড্রাইভার সহ অন্যান্য সরঞ্জাম ও নগদ পাঁচ হাজার টাকা। ধৃত দু’জনের নাম বিশাল বাউরী ও সানি কুমার ভার্মা। দু’জনের বাড়ি পার্শ্ববর্তী ঝাড়খন্ড রাজ্যের ধানবাদ এলাকায়। সূত্র মারফত জানা গেছে, এরা প্রায় দিনই বিকেল বেলায় ঝাড়খন্ড সীমান্ত পেরিয়ে পশ্চিম বর্ধমানের আসানসোল, রানীগঞ্জ, অন্ডাল, পাণ্ডবেশ্বর এলাকায় বিভিন্ন ব্যাংকের এটিএম এ সুযোগ বুঝে আয়রন চিপ ডিভাইস এর সাহায্যে টাকা হাতিয়ে ফের ঝাড়খন্ড পালিয়ে যেত। অভিযোগ আসার পরই পুলিশ বিষয়টির উপর শুরু করে নজরদারি। গতকাল ধৃত দুই দুষ্কৃতী প্রথমে পাণ্ডবেশ্বর এ একটি বেসরকারি ব্যাংকের এটিএম ও পরে কাজোরা মোড়ে অন্য একটি এটিএমে টাকা হাতানোর উদ্দেশ্যে ঢোকে, সেই সময় টহলরত পুলিশ তাদের পাকড়াও করে। সোমবার ধৃত দুই দুষ্কৃতিকে পেশ করা হয় দুর্গাপুর মহাকুমা আদালতে। জিজ্ঞাসাবাদের জন্য দুষ্কৃতীদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।