জুয়ার ঠেক থেকে কংগ্রেস নেতা সহ গ্রেপ্তার ৫,উদ্ধার লক্ষাধিক টাকা

0
135

সংবাদদাতা, লাউদোহাঃ জুয়ার ঠেকে পুলিশি হানায় গ্রেপ্তার কংগ্রেসের এক নেতা সহ পাঁচজন। উদ্ধার লক্ষাধিক টাকা।ধৃত কংগ্রেস নেতা বোর্ড চালাতে বলে অভিযোগ। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ঝাঁঝরার নাকড়াকোন্দা এলাকার ইউনাইটেড ক্লাবে জুয়োর ঠেকে অভিযান চালায় লাউদোহা থানার পুলিশ। ঠেক থেকে গ্রেপ্তার হয় সোমালি সাঁই নামে এক কংগ্রেস নেতা সহ পাঁচ জন।‌ অন্য ধৃতরা হলেন স্বপন বাউরী, চান্দু সূত্রধর, আকবর মিয়া ও সীমাই বাউরী। ঘটনাস্থল থেকে তাস সহ জুয়া খেলার সরঞ্জামের পাশাপাশি ঠেক থেকে বাজেয়াপ্ত করা হয় এক লক্ষ ছাব্বিশ হাজার তিনশো টাকা। শনিবার ধৃতদের পুলিশ পেশ করে দুর্গাপুর মহকুমা আদালতে। স্থানীয় সূত্রে জানা গেছে, ক্লাবের মধ্যে বেশ কিছু দিন ধরে জুয়ার ঠেকটি পরিচালনা করতো কংগ্রেস নেতা সোমালি সাঁই।এলাকায় জুয়ার ঠেক নিয়ে স্থানীয়দের মধ্যে বেশ কিছুদিন ধরে জমছিল ক্ষোভ। শনিবার রাতে সুত্র মারফত খবর পেয়ে ঠেকে অভিযান চালায় লাউদোহা থানার পুলিশ।উল্লেখ্য,ধৃত সোমালি সাঁই ইসিএলের প্রাক্তন কর্মী। এলাকায় জাতীয় কংগ্রেসের নেতা হিসেবে পরিচিত।‌ তিনিই জুয়ার ঠেকটি চালাতেন বলে অভিযোগ স্থানীয়দের।সোমালিবাবু গ্রেপ্তার হওয়ায় ঘটনাটিতে লেগেছে রাজনৈতিক রং। কংগ্রেস দলের পশ্চিম বর্ধমান জেলার জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী ঘটনা প্রসঙ্গে বলেন, সোমালিবাবু আগে কংগ্রেস করতেন, বর্তমানে দলের সাথে তার কোন সম্পর্ক নেই। আইন আইনের পথে চলুক বলে মন্তব্য করেন দেবেশবাবু।

LEAVE A REPLY