বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ পাওনা না টাকা না দেওয়ায় এক ব্যবসায়ীকে অপহরণ করার অভিযোগ উঠল আসানসোলের রেলপাড় এলাকার বাসিন্দা চার যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে কাটোয়ার বাসিন্দা পেশায় হাড়ি কড়াই ও বাসন বিক্রেতা সন্তোষ দে ব্যবসার কাজের জন্য বাসে করে দুর্গাপুর আসছিলেন। অভিযোগ রাস্তায় কাঁকসার বিরুডিহাতে বাস থেকে সন্তোষকে নামিয়ে একটি গাড়িতে তুলে নিয়ে পালিয়ে যায় চার যুবক।পুলিশি তৎপরতায় জামুড়িয়াতে ধরা পড়ে যায় গাড়িটি। ধৃত চার যুবকের মধ্যে একজনের নাম মহম্মদ শাহিদ। আসানসোলের বাসিন্দা শাহিদের কড়াই তৈরির কারখানা আছে। অভিযোগ কাটোয়ার বাসিন্দা সন্তোষ দে ২০২১ সালে শাহিদের কারখানা থেকে ৩ লাখ ৮৭ হাজার টাকার কড়াই কিনেছিল৷ কিন্ত এক টাকাও দেয় নি। সন্তোষ এদিন দুর্গাপুরে আসছে জানতে পেরে শাহিদ তাঁর তিন বন্ধুকে নিয়ে বাস থেকে সন্তোষকে তুলে আসানসোল নিয়ে আসার চেষ্টা করে। জামুড়িয়াতে ধরা পড়ে যাওয়ার পর তাদের কাঁকসা থানায় পাঠানো হয়। গ্রেপ্তার করা হয় শাহিদ সহ তাঁর তিন বন্ধুকে।