কম্বল বিতরন-কান্ডে তিন মাস পর গ্রেফতার জীতেন্দ্র তেওয়ারী

0
69

টিভি৭ ডেস্কঃ অবশেষে আসানসোলে কম্বল বিতরণের অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যু এবং আরও কয়েকজনের জখম হওয়ার ঘটনায় গ্রেফতার করা হল আসানসোলের প্রাক্তন মেয়র তথা বর্তমানে বিজেপি নেতা জীতেন্দ্র তেওয়ারীকে। গত ১৪ ডিসেম্বর বিজেপির পক্ষ থেকে মূলতঃ জীতেন্দ্র তেওয়ারীর স্ত্রী কাউন্সিলার চৈতালী তেওয়ারীর উদ্যোগে আসানসোলের ২৭ নং ওয়ার্ডের রামকৃষ্ণ ডাঙালে কম্বল বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনিও কয়েকজনকে কম্নবল দান করেছিলেন। শুভেন্দুবাবু চলে যাওয়ার পরই কম্বল নেওয়ার জন্য সেখানে ঠেলাঠেলিতে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ভিড়ের চাপে পদপিষ্ঠ হয়ে মারা যায় তিনজন। সেই ঘটনার পর তিন মাস কেটে গেছে। কম্বলদান অনুষ্ঠানে মৃতদের পরিবারের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছিল। পুলিশ এই ঘটনায় একাধিক ব্যক্তিকে আগেই গ্রেফতার করে। জিতেন্দ্র ও তাঁর স্ত্রী তথা কাউন্সিলর চৈতালি গ্রেপ্তারি এড়াতে আদালতে যান। নিম্ন আদালতে হেরে গিয়েছিলেন তিওয়ারি দম্পতির আইনজীবী। পালটা হাই কোর্টে যান তাঁরা। সেখানে রক্ষাকবচ পেলেও সেটা ছিল ২১ দিনের জন্য। তার মেয়াদ শেষ হয়েছে। এর মাঝে জীতেন্দ্র তেওয়ারীর বাড়িতে গিয়ে একাধিকবার জেরা করেছে পুলিশ। নতুন করে হাই কোর্টে আবেদন জানিয়েও লাভ হয়নি। অবশেষে গ্রেফতারই হতে হল একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য এই নেতাকে। জানা গেছে, বিগত বেশ কদিন ধরে সস্ত্রীক জীতেন্দ্র দিল্লিতে ছিলেন। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের একটি দল তাঁর খোঁজে দিল্লি যায়। অবশেষে আজ নয়ডার যমুনা একপ্রেস থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

LEAVE A REPLY