ডাকাতি করে পালানোর পথে পুলিশের জালে তিন ডাকাত, উদ্ধার ৬০ হাজার টাকা

0
99

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ ডাকাতি করে পালানোর পথে বাঁকুড়ার জঙ্গলমহলের সারেঙ্গা ও রাইপুর থানার পুলিশের পাতা জালে ধরা পড়ল ডাকাত দলের তিন সদস্য। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ ৬০ হাজার টাকা ও বেশ কিছু সামগ্রী। ধৃতদের শুক্রবার তোলা হয় খাতড়া মহকুমা আদালতে। পুলিশ সূত্রে জানা গেছে ৫ জনের একটি ডাকাতের দল বৃহঃস্পতিবার রাতে রাইপুর থানার কেন্দপাড়া এলাকায় এক ধানের ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে লুট করে ৮০ হাজার টাকা ও বেশ কিছু সামগ্রী। এই খবর পুলিশের কাছে আসার পর থেকেই যৌথ অভিযানে নামে  সারেঙ্গা ও রাইপুর থানার পুলিশ। দুটি মোটর বাইকে করে পালিয়ে যাবার পথে পুলিশের জালে ধরা পড়ে যায় দলটি। দুজন পালিয়ে গেলেও তিনজন মোটরবাইক সহ ধরা পড়ে যায় পুলিশের হাতে। আটক করে জিজ্ঞাসাবাদ করতেই পুলিশের কাছে ডাকাতির কথা স্বীকার করে নেয় ওই তিনজন। পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার করে ৬০ হাজার টাকা ও বেশ কিছু সামগ্রী। বাকি টাকা ও জিনিসপত্র উদ্ধার সহ বাকি দুই সদস্যের খোঁজে অভিযান চলছে পুলিশের। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম অজয় কিস্কু(২৭),  শ্যামল হেমব্রম(৩৫), ও হাকিম মূর্মু(২৭)। এদের প্রত্যেকের বাড়ি গোয়ালতোড় থানা এলাকায়। শুক্রবার ধৃতদের খাতড়া মহকুমা আদালতে হাজির করা হয়।

LEAVE A REPLY