পকেটমার সন্দেহে দুই মহিলাকে পাকড়াও অন্ডালে

0
151

নিজস্ব সংবাদদাতা,অন্ডাল: আজকাল অন্ডাল এলাকায় পাককেটমার গ্যাং সক্রিয়।  মঙ্গলবার অন্ডাল ট্রাফিক গার্ড দুই মহিলা পকেটমারকে হাতেনাতে ধরে থানায় নিয়ে আসে।  বিপুল সংখ্যক স্থানীয় লোকজন ট্রাফিক থানায় জড়ো হলে কয়েকজন ক্ষুব্ধ হয়ে হট্টগোল শুরু করে এবং পকেটমারদের শাস্তি দাবি করে। স্থানীয় সূত্রে জানা যায় অন্ডাল মোড়ের একটি দোকান থেকে এক মহিলা কিছু জিনিস কিনছিলেন।  সন্দেহজনক অবস্থায় কাছাকাছি দাঁড়িয়ে থাকা দুটি মেয়ের মধ্যে একটি তার পার্স থেকে টাকা চুরি করে, মহিলাটি এটি বুঝতে পেরেছিল, যার কারণে সে নিজেই দোকানে হট্টগোল শুরু করে।  হট্টগোল শুনে, কাছাকাছি দাঁড়িয়ে থাকা সিভিক কর্মীরা, মহিলা সিভিক ভলেন্টিয়ার সেখানে পৌঁছে পকেটমার অভিযুক্ত দুই মহিলাকে আটকে জিজ্ঞাসাবাদ করে।  তারা অসন্তোষজনক উত্তর দেয়। অভিযুক্ত দুই মহিলাকে ট্রাফিক থানায় নিয়ে আসা হয়।  যেখানে অভিযুক্তকে জিজ্ঞাসা করা হলে, তিনি আত্মপক্ষ সমর্থন করে বলেন যে তিনি চিকিৎসার উদ্দেশ্যে বিহার থেকে এখানে এসেছেন।  তবে তিনি বিহারের কোন জায়গা থেকে এবং কোন ডাক্তারের কাছে এসেছেন তা বলতে পারেননি।  মহিলা সিভিক কর্মীদের তদন্তের পর তাদের কাছ থেকে চুরির ৯০০ টাকা উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে তার অপরাধ স্বীকার করে ভবিষ্যতে এমন কাজ না করার কথা জানায়।  ট্রাফিক থানার ইনচার্জ চুরির টাকা ফেরত দেন ওই ভদ্রমহিলাকে।

LEAVE A REPLY