সার্থক কুমার দে,অন্ডালঃ আগ্নেয়াঅস্ত্র সহ পুলিশের হাতে ধরা পরল দুই দুষ্কৃতি। বহুলার ভিখারি ধাওড়া এলাকার ঘটনা। শনিবার ধৃতদের পেশ করা হয় দুর্গাপুর মহকুমা আদালতে। শুক্রবার গভীর রাতে পুলিশি অভিযানে বহুলা পঞ্চায়েতের জামবাদ সংলগ্ন ভিখারি ধাওড়া এলাকায় ধরা পড়ে দুই দুষ্কৃতী। ধৃতদের নাম জয় দাস (১৯) ও দেবু মেহরা (২০)। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি গুলি ভর্তি পাইপ গান ও দুটি থ্রি নট থ্রি কার্তুজ। সূত্র মারফত জানা গেছে, শুক্রবার গভীর রাতে বহুলার ভিখারি ধাওড়া এলাকায় টহলদারির সময় ধৃত দু’জন যুবকের গতিবিধি সন্দেহজনক লাগে পুলিশের। তল্লাশি চালানোর সময় তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি দেশী পাইপ গান ও দুটি কার্তুজ। এর পরই গ্রেপ্তার করা হয় তাদের। আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ দায়ের করে ধৃতদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বলে অন্ডাল থানার এক আধিকারিক জানান। শনিবার দু’জনকে দুর্গাপুর এ সি জে এম আদালতে পেশ করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের সাতদিনের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ।