চাষীপাড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ যুবককে গ্রেপ্তার করল পুলিশ

0
79

বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ ফের পুরসভার ২০ নম্বর ওয়ার্ড চাষীপাড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম বিকাশ রজক। তাঁর কাছ থেকে একটি ৭ এমএম পিস্টল ও কার্তুজ বাজেয়াপ্ত করেছে পুলিশ। ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা বলেন ‘চাষীপাড়ার বাসিন্দা ওই যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে বিহারগামী একটি বাসে করে পালানোর চেষ্টা করছিল। সোর্স মারফৎ খবর পেয়ে বুধবার রাতে ফরিদপুর ফাঁড়ির পুলিশ বাসটিকে ধাওয়া করে বিকাশকে গ্রেপ্তার করে। আগ্নেয়াস্ত্র নিয়ে কী কারণে সে বিহারে যাচ্ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।’ এর আগে মঙ্গলবার রাতে চাষীপাড়া থেকে সুরজ সিং নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পান্ডুয়াতে এক গাড়ি চালক খুনের অন্যতম অভিযুক্ত ছিল সুরজ। চালককে খুন করে চাষীপাড়ায় পিসির বাড়িতে আশ্রয় নিয়েছিল সুরজ।

LEAVE A REPLY