প্রচারের সময় ‘চৌকিদার চোর হ্যায়’ পোস্টার ছিঁড়ে ফেলল বাবুলের কর্মীরা

0
645

আসানসোল, ১২ এপ্রিলঃ ঘটনাবহুল রোড শো এর মাধ্যমে শুক্রবার প্রচার চালালেন আসানসোলের বি জে পি প্রার্থী বাবুল সুপ্রিয়। বারাবনির গৌরান্ডি থেকে হুডখোলা গাড়িতে চেপে প্রচার শুরু করেন বাবুল। বাজলো সেই বিতর্কিত গান। সাধারণ মানুষকে ভোটদানে উদ্বুদ্ধ করেন তিনি। রাস্তায় যেতে যেতে একটি মন্দিরের সামনে শিশুদের হাতে তৃণমূলের পতাকা দেখে বাবুল গাড়ি থেকেই এই বয়সে কোন দলের পতাকা না ধরার উপদেশ দেন। এরপর পানুড়িয়া  গ্রামে পুলিশকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন মিছিলে যদি কোন অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে দায় নিতে হবে পুলিশকে। খড়াবড় গ্রামের মানুষেরা ফুল দিয়ে বাবুলকে বরন করে নেন। প্রচার চলাকালীন বেশ কিছু জায়গায় ” চৌকিদার চোর হ্যায় ” পোস্টার ছিঁড়ে দেয় দলীয় কর্মীরা।