কুড়মি নেতাদের সাথে কথা বললেন অভিষেক ব্যানার্জী

0
24

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ মঙ্গলবার সিমলাপাল রোড় শো সেরে খাতড়া যাবার পথে বনকাটা গ্রামে কুড়মি নেতাদের সাথে কথা বলেন অভিষেক ব্যানার্জী। কুড়মি নেতারা সীমিত সময়ের জন্য অভিষেক ব্যানার্জীর কাছে তাদের দাবি তুলে ধরেন। অভিষেক ব্যানার্জী কুড়মি নেতাদের আলোচনার মাধ্যমে সমাধান ও প্রতিকারের আশ্বাস দেন।  কথা বলার প্ল্যাটফর্ম দেওয়া হবে বলেও আশ্বাস দেন অভিষেক ব্যানার্জী। কুড়মি নেতাদের সাথে কথা বলার পরে পুকুরিয়া মোড়ে অভিষেক ব্যনার্জী গাড়ি থামেনি। সেখানে প্রচুর সংখ্যক কুড়মি সম্প্রদায়ের মানুষ দাঁড়িয়েছিলেন। অভিষেক ব্যানার্জীর গাড়ি সেখানে না দাঁড়িয়ে চলে গেলে অভিষেকের কনভয়ে থাকা গাড়ি আটকে বিক্ষোভে ফেটে পড়েন কুড়মিরা। রাস্তার উপরে শুয়ে পড়ে পুলিশকে ঘিরে প্রবল বিক্ষোভ দেখাতে থাকেন কুড়মিরা।এর পর জামদা গ্রামে কুর্মী কর্মী সমর্থক সঙ্গে কনভয় থেকে নেমে কথা বলেন অভিষেক।প্রায় কুড়ি মিনিট কথা হয় কুর্মী নেতাদের সঙ্গে।এর পর অভিষেকের কনভয় যায় খাতড়ায়।

LEAVE A REPLY