সংবাদদাতা,অন্ডালঃ শুক্রবার দ্যা লিগেল এন্ড এডভাইসারি সোসাইটি ও তৃণাঙ্কুর সংগঠনের যৌথ উদ্যোগে এবং রোটারি ক্লাব (উখরা) এর সহযোগিতায় আয়োজিত হল আইনি সচেতনতা শিবির। এদিন শিবিরটি হয় বাঁকোলা সুভাষ কলোনির “কলরব” কমিউনিটি হলে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী অরিন্দম মুখার্জি ও শহীদুল্লাহ মুন্সী, দুর্গাপুরের মহাকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়। এছাড়াও ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী,অন্ডাল থানার আধিকারিক শান্তনু অধিকারী, বিডিও (অন্ডাল) সুদীপ্ত বিশ্বাস, মহকুমা ও জেলা আদালতের একাধিক আইনজীবী। হাইকোর্টের বিচারপতিরা এদিনের শিবিরে সংবিধান,বিচার পাওয়ার অধিকার সহ আইনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিচারপতি শাহিদুল্লাহ মুন্সী বলেন, আইন মেনে চলা যেমন নাগরিকদের কর্তব্য,তেমনি বিচার ও আইনি সহায়তা পাওয়া নাগরিকদের অধিকারের মধ্যে পড়ে। বিভিন্ন কারণে বিচার অনেক সময় বিলম্বিত হয়, কিন্তু বিচার ঠিকই মেলে বলে জানান তিনি। হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে কারা ও কিভাবে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন এবং বিচার ব্যবস্থায় লোক আদালতের ভূমিকা কি সেই নিয়েও এদিন আলোচনা করেন বিচারপতিরা।