নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ আবহাওয়াবিদদের অনুমান মতো বৃষ্টি শুরু হল বাঁকুড়া জেলাতে। বাঁকুড়া জেলায় এদিন সকাল থেকেই চড়া রোদ ও আর্দ্রতা জনিত ঘর্মাক্ত পরিবেশ বজায় থাকলেও, দুপুর গড়িয়ে বিকেল হতেই ঘন মেঘে আকাশ কালো করে আসে। শুরু হয় প্রবল ঝড়, পরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। বৃষ্টির কারণে গুমোট গরম থেকে আপাতত স্বস্তি মিলবে আশাবাদী জেলাবাসী।ঝড়ের তীব্রতা এতটাই ছিল যে, লণ্ডভণ্ড করে দিল এলাকা। কোথাও ঝড়ে উড়েছে বাড়ির টিন,অ্যাজবেস্টর কোথাও বা উপড়ে দিল গুমটি। আতঙ্কিত এলাকার মানুষজন, তবে বছরের প্রথম এত প্রচন্ড গতিতে ঝড় হল এলাকায়, ঝড়ের পাশাপাশি শুরু হয় প্রচুর পরিমাণে শিলাবৃষ্টিও। রবিবার বিকেলে আকাশ জুড়ে কালো মেঘে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে জয়পুর কোতুলপুর সহ বিভিন্ন এলাকা এরপরেই হঠাৎ করে তীব্র গতিতে ঝড় শুরু হয়, ছোটাছুটি শুরু করে মানুষজন বিভিন্ন প্রান্তে, কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় এলাকা। ঝড় থামতে শুরু হয় মুষলধারে বৃষ্টিপাত পাশ পাশাপাশি ব্যাপক শিলা বৃষ্টি, তবে এলাকার কৃষকরা আতঙ্কিত তাদের উৎপাদিত সবজি নিয়ে এইভাবে শিলাবৃষ্টি হলে কৃষকের একটা ব্যাপক পরিমাণে ক্ষতির আশঙ্কা করছেন এলাকার কৃষকরা।