বাঘমুন্ডির মাঠায় দখল নেওয়া বেসরকারি রিসর্ট ভেঙে দিল বন দফতর

0
182

সাথী প্রামানিক, পুরুলিয়া, ১৮ সেপ্টেম্বর: পুরুলিয়ার বাঘমুন্ডির মাঠায় দখল নেওয়া বেসরকারি রিসর্ট ভেঙে দিল বন দফতর। আজ সকালে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় ওই অস্থায়ী বেসরকারি রিসর্টের একটা অংশ।পুরুলিয়া বন বিভাগের অভিযোগ, মাঠা রেঞ্জের অন্তর্গত ওই এলাকায় এক বছর আগে ওই বেসরকারি রিসর্ট সংস্থা তাদের জায়গা দখল নিয়ে সম্প্রসারণ করে পর্যটন ব্যবসা চালাচ্ছিল। বিষয়টি স্থানীয় ‘বন সুরক্ষা কমিটি ‘র নজরে পড়ে। ভূমি সংস্কার দফতর ও বন দফতর যৌথভাবে জায়গার জরিপ করে দেখে ওই সংস্থা দখল নিয়ে কর্টেজ করেছে। বিষয়টি নিয়ে নির্দিষ্ট সময় অন্তর তিন বার নোটিশ পাঠিয়ে সরানোর অনুরোধ করা হয়েছিল বলে জানান পুরুলিয়া বন বিভাগের ডি এফ ও দেবাশীষ শর্মা। তিনি বলেন, নোটিশের কোনও উত্তর দেয় নি তারা। আজ বন বিভাগের মধ্যে থাকা ৫ টি ক্যাম্প ভেঙে দেওয়া হয়। স্থানীয় পুলিশ, ভূমি সংস্কার দফতরের আধিকারিকদের উপস্থিত ছিলেন। সরকারি জায়গা দখল নিয়ে ব্যবসা করা যায় না এটা পরিষ্কার করে দেওয়া হয়।” দেখা গিয়েছে ‘শোনকুপি বানজারা ক্যাম্প ‘ এর ৭ টি কর্টেজ ছিল। যার মধ্যে ৫ টি বেআইনি নির্মাণ বুলডোজার দিয়ে  ভেঙে দেওয়া হয়। ওই বেসরকারি সংস্থার অন্যতম মালিক সুজিত কুমার জানান, “আমাদের এক কর্মীর রায়তি জমিতেই ক্যাম্পগুলি করা হয়েছিল। বিষয়টি নিয়ে আদালত পর্যন্ত গড়ায়। আমরা বন দফতরের কাছে আরও এক বছর ব্যবসা করার জন্য আবেদন করেছিলাম কিন্তু ওরা শুনল না।”

LEAVE A REPLY