বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ অবশেষে পুরসভার ২৯ নম্বর ওয়ার্ড বনফুল সরণি সংস্কারের কাজ শুরু হল। শনিবার কাজের সূচনা করেন এডিডিএ-র চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন সংস্থার ভায়েস চেয়ারম্যান কবি দত্ত সহ অনান্য আধিকারিকরা। এদিন অম্বুজানগরীতেও একটি রাস্তার কাজ শুরু করে এডিডিএ কর্তৃপক্ষ। বনফুল সরণীর রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল ছিল। একাধিক দুর্ঘটনা ঘটেছে। রাস্তা মেরামতের দাবিতে বাসিন্দারা অবরোধ করছেন বহুবার। অবরোধ তুলতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের। দ্রুত রাস্তা মেরামতের দাবি জানিয়েছিলেন বাসিন্দারা। এদিন কাজের সূচনা করার পর এডিডিএর চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় বলেন ‘৪ কোটি ৬৯ লাখ ২৯ হাজার ৭৪৪ টাকা দিয়ে বনফুল সরণির রাস্তা সংস্কার করা হচ্ছে।’