কজওয়ের উপর দিয়ে বইছে জল বন্ধ মেজিয়া – ছাতনা রাস্তা

0
281

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ খালের জল বইছে কজওয়ের উপর দিয়ে আর তার জেরে বন্ধ হয়ে গেল যান চলাচল। ভারি বৃষ্টির জেরে বেড়েছে খালের জল। আর তার জেরে বাঁকুড়ার মেজিয়া থেকে ছাতনা যাবার রাস্তা উপরে খালের জলে ডুবে গেল মাতাবেল কজওয়ে। ভারি বৃষ্টির জেরে জলের তলায় চলে গেছে কজওয়ে। তাই প্রশাসনের থেকে বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল। গতকাল থেকে উচ্চ অববাহিকায় অতি বর্ষণ, কজওয়ের উপর বইছে জল। যোগাযোগ বিচ্ছিন্ন মেজিয়া ছাতনা রাজ্য সড়ক।মেজিয়া থানার মেজিয়া ছাতনা রাজ্য সড়কের উপর মাতাবেল গ্রাম সংলগ্ন গাইঘাটা জোড়ের উপর রয়েছে এই কজওয়ে। প্রতিবছর বর্ষার সময় এই কজওয়েতে বিপদসীমার উপর জল বইতে শুরু করে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এই রাজ্য সড়ক। চলতি বর্ষাতেও সেই একই ছবি। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে মেজিয়া ছাতনা রাজ্য সড়কে।প্রশাসনের তরফ থেকে সেই কজওয়ের উপর যাতায়াত পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।

LEAVE A REPLY