বর্ধমান, ২৩ মার্চঃ অবিভাবকদের হাতে চাল ও আলু তুলে দেওয়ার আগে হাতে দেওয়া হল হ্যাণ্ড স্যানিটাইজার। এই রকম অভিনব উদ্যোগ নিল পূর্ব বর্ধমানের বড়শুল নিম্ন বুনিয়াদি স্কুলের শিক্ষকরা। করোনা ভাইরাসের হাত রক্ষা পেতে রাজ্য সরকার সমস্ত স্কুল কলেজে ১৬ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষনা করেছে। রাজ্য সরকারের নির্দেশে প্রতিটি সরকারি বিদ্যালয় প্রাক্-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রী পিছু ২ কেজি চাল ও আলু কেবলমাত্র ছাত্রছাত্রীদের অভিভাবকদের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয় ।সোমবার বড়শুল নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে দেখা গেল স্কুলের এক জন শিক্ষক ভীড় জমতে না দিয়ে প্রবেশ পথে প্রতিটি অভিভাবক অভিভাবিকাদের স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ার পর একে একে চাল, আলু নিতে পাঠাচ্ছেন। অভিভাবক পার্থ হড় জানান, নভেল করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতার অভিনব উদ্যোগ প্রশংসনীয়। শিক্ষক অনুপম সাধু বলেন সরকার ও স্বাস্থ্য দফতরের নির্দেশ মেনে চলা হচ্ছে।