আহতকে হাসপাতালে নিয়ে যেতে অস্বীকার ট্যাক্সি ড্রাইভারের, ক্ষোভে ভাঙচুর

0
157

সংবাদদাতা, অন্ডালঃ আহতকে হাসপাতালে নিয়ে যেতে অস্বীকার করেন ট্যাক্সি ড্রাইভার। দেরীর কারণে মৃত্যু হয় আহত যুবকের।ক্ষোভে একাধিক গাড়িতে ভাঙচুর চালালো স্থানীয়রা। ঘটনাটি কাজোড়া মোড় এলাকার।বুধবার দুপুরে রাস্তা পারাপার করার সময় গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন গুড্ডু তাঁতি (২২) নামে এক যুবক।‌ যুবকের বাড়ি কাজোরা রেলপাড় সংলগ্ন ইমলি পাড়া এলাকায়। আহত যুবককে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য স্থানীয়রা কাজোরা মোড় ফ্লাইওভারের নিচে ট্যাক্সি স্ট্যান্ডে যান। কোন ট্যাক্সি ড্রাইভার আহত কে নিয়ে যেতে রাজি না হওয়ায় শেষে একটি মালবাহী গাড়িতে করে আহতকে নিয়ে যাওয়া হয় অন্ডাল মোর সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে। যুবকের অবস্থার অবনতি হওয়ায় তাকে দুর্গাপুরের কোন হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। দুর্গাপুর মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকেরা আহত যুবককে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাই ক্ষোভ ছড়ায়। সময় মত আহতকে হাসপাতালে নিয়ে যেতে পারলে হয়তো আহত যুবক বেঁচে যেত বলে স্থানীয়দের দাবি। কিন্তু কোন ট্যাক্সির ড্রাইভার যেতে রাজি না হয় যুবককে বাঁচানো গেল না বলে ধারণা তাদের। এই কারণেই ট্যাক্সি স্ট্যান্ডে ড্রাইভারদের উপর ক্ষোভ সৃষ্টি হয় স্থানীয়দের। বিকেল বেলায় স্থানীয়রা ট্যাক্সি স্ট্যান্ডে চড়াও হন বলে অভিযোগ। ভাঙচুর করা হয়, দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িতে। প্রয়োজনে গাড়ি পাওয়া না গেলে স্ট্যান্ড থাকার কি প্রয়োজন সেই দাবিও তোলেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ। পুলিশের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

LEAVE A REPLY