নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ বেলিয়াতোড়কে পৃথক ব্লক হিসেবে ঘোষণা করতে হবে এই দাবিতে আন্দোলনে নামলেন এলাকাবাসী। আজ বাঁকুড়া মাচানতলার আকাশ মুক্ত মঞ্চে দীর্ঘক্ষণ ধর্না অবস্থান কর্মসূচি পালন করলেন বেলিয়াতোড়বাসী। দীর্ঘ কুড়ি বছর আগে বাঁকুড়ার বৃন্দাবনপুর ছানার,গদারডিহি,কষ্টিয়া, পিটরাবনী ও বেলিয়াতোড় অঞ্চল নিয়ে গঠিত হয়েছিল বেলিয়াতোড় থানা এলাকা। কিন্তু বেলিয়াতোড় থানার এই ছটি অঞ্চল বড়জোড়া ব্লকের অধীনস্ত। এর ফলে প্রত্যন্ত জঙ্গলে ঘেরা এইসব এলাকার মানুষকে বিভিন্ন সরকারি কাজে দৌড়ে যেতে হয় বড়জোড়ায়। আর এতে সমস্যায় পড়েন দূর-দূরান্তে থেকে আসা মানুষজন। তাই বেলিয়াতোড় এলাকার স্থানীয় মানুষের দাবি বড়জোড়া থেকে আলাদা করে বেলিয়াতোরকে স্বাধীন ব্লক ঘোষণা করুক জেলা প্রশাসন। এতে যেমন প্রশাসনিক কাজে সুবিধা হবে, তেমনি মানুষের হয়রানিও কমবে। এর আগেও বেলিয়াতোড়বাসী পৃথক ব্লকের দাবিতে গণস্বাক্ষর সংবলিত চিঠি মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছেন বলে দাবি এলাকাবাসীদের। কিন্তু তারপরও কোনরকম কাজ না হওয়ায় আজ ধর্না ও অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন তারা। আগামী দিনও পৃথক ব্লকের দাবিতে তাদের এই আন্দোলন জারী থাকবে বলে জানান আন্দোলনকারীরা।