নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ বোনেদের কাছে ভাই ফোঁটা নিয়ে এ রাজ্যের দুরাবস্থা থেকে মানুষের পরিত্রাণের কামনা জানালেন কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। আজ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী সুভাষ সরকারকে তাঁর নিজের বাড়ি বাঁকুড়ার লোকপুরে ভাই ফোঁটা দেন তাঁর তিন বোন। ফোঁটা নেওয়ার পর মন্ত্রী বলেন, ভাই ফোঁটা বোনেদের কাছে যেমন স্পেশাল তেমনই ভাইদের কাছেও দিনটি স্পেশাল। এই শুভদিনে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি সারা দেশ জুড়ে শিক্ষা দফতরের কাজ সুসম্পন্ন করতে পারি। পাশাপাশি এ রাজ্যে যে দুরাবস্থা চলছে তা থেকে পরিত্রাণ করতে পারি। এদিন এ রাজ্যের নারী নিরাপত্তার বিষয়টি নিয়েও রাজ্য সরকারকে কাঠগোরায় তুলেছেন মন্ত্রী। মন্ত্রী বলেন, এ রাজ্যে আইন শৃঙ্খলার পরিস্থিতি অত্যন্ত খারাপ। এই অবস্থায় বোনেদের সকলকে সংঘবদ্ধ থাকতে বলব। যতদিন এ রাজ্যের সরকারে বর্তমান শাসক দল রয়েছে ততদিন এরাজ্যে আইনের শাসন বজায় রাখার ক্ষেত্রে রাজ্য সরকারকে সচেষ্ট থাকা উচিৎ। মুখ্যমন্ত্রী এ ব্যাপারে নজর দিচ্ছেন না। একের পর এক নারী নির্যাতনের ঘটনাকে হালকা দৃষ্টিতে দেখা হচ্ছে। সামনের পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের আরো বেশি করে সামনে নিয়ে আসার ব্যাপারে মন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী মহিলাদের আসন তো সংরক্ষিত আছেই। কিন্তু আমার ইচ্ছে যে সমস্ত মহিলাদের পঞ্চায়েত পরিচালনার গুন রয়েছে তাঁরা সামনে এগিয়ে আসুন। মহিলা সশক্তিকরণ হলেই পঞ্চায়েতে কাটমানি তোলাবাজি বন্ধ হবে। হাতে তুলসী গাছ তুলে দিয়ে দাদার সব রকমের সুরক্ষার চেয়ে যমের দুয়ারে কাটা পড়বে ভরসা বোনদের। বোনের দাবি তুলসী গাছ যেমন তার জীবন রক্ষা করবে, আগামী দিনে রাজনৈতিক ভাবো তাকে সুরক্ষা প্রদান করবে। বরাবরই শরীর সচেতন শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার খাসির মাংস খান না। তাই তার প্রিয় লোটে ভর্তা সহ মাছের বিভিন্ন রকম পদের রান্না হবে ভাইফোঁটা উপলক্ষে।