ভাইফোঁটা উপলক্ষ্যে বস্ত্র,খেলার সরঞ্জাম বিতরণ

0
138

সংবাদদাতা,অন্ডালঃ  ভাইফোঁটার দিনে বস্ত্র ও খেলার সরঞ্জাম বিতরণ অনুষ্ঠান হল খান্দরা পঞ্চায়েতের ময়রা ডিপো এলাকায়। উপস্থিত ছিলেন রানীগঞ্জের তৃণমূল বিধায়ক তথা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়,আসানসোল পৌরসভার কাউন্সিলর রুপেশ যাদব, তৃণমূল কংগ্রেসের অন্ডাল ব্লকের সহ সভাপতি মলয় চক্রবর্তী সহ অন্যরা। খান্দরা পঞ্চায়েতের ২২ নম্বর সংসদের পঞ্চায়েত সদস্য আশীষ ভট্টাচার্যের উদ্যোগে এই অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠানে এলাকার ১০০ জন দু:স্থ পুরুষ ও মহিলাকে শাড়ি ও নতুন জামা কাপড় উপহার দেওয়া হয়। সেই সাথে এলাকার পুরুষ ও মহিলা দুটি ফুটবল দলকে  দেওয়া হয় ফুটবল ও খেলার সরঞ্জাম। পঞ্চায়েত সদস্য আশীষবাবু জানান, পঞ্চায়েতের জন প্রতিনিধি হিসাবে সান্মানিক যে ভাতা পাই সেই টাকা দিয়েই এই অনুষ্ঠান করা হয়। বিধায়ক তাপসবাবু বলেন, আশীষবাবুর উদ্যোগ প্রশংসনীয়। এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে কিছু মানুষ উপকৃত হন,সেই সাথে জন প্রতিনিধির জনসংযোগও বাড়ে।  এই উদ্যোগ অন্যদেরও অনুপ্রেরিত করবে বলে আশা প্রকাশ করেন তাপসবাবু।

LEAVE A REPLY