উপহার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বৃদ্ধাশ্রমে পালিত ভাইফোঁটা

0
198

সংবাদদাতা, অন্ডালঃ বৃদ্ধাশ্রমে হলো ভাইফোঁটার অনুষ্ঠান। হাজির থাকলেন অতিথিরা। দেওয়া হলো উপহার। ছিল মধ্যাহ্ন ভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠানেও।বৃহস্পতিবার প্রতি বছরের মতো এবছরও খান্দরা উদবর্তন বৃদ্ধাশ্রমে ঘটা করে হলো ভাইফোঁটা অনুষ্ঠান।  আবাসিকরা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি ও আবাসিকদের পরিবারের সদস্যরাও। ছিলেন রানীগঞ্জের প্রাক্তন সিপিএম বিধায়ক রুনু দত্ত, সমাজসেবী সুমিত বন্দ্যোপাধ্যায়, শিল্পপতি নরেশ শর্মা, উত্তম সাধু সহ অন্যরা। আবাসিক মহিলারা চন্দনের ফোঁটা পরিয়ে দেন পুরুষ আবাসিক ও অতিথিদের কপালে। আশ্রম কর্তৃপক্ষ এদিন আবাসিকদের জন্য বিশেষ মধ্যাহ্নভোজনের আয়োজন করে। সেই সাথে মহিলা আবাসিকদের শাড়ি ও পুরুষ আবাসিকদের উপহার দেওয়া হয় নতুন বস্ত্র। সন্ধ্যায় নাচ, গান সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। আবাসিক সরস্বতী দাস জানান, এই দিনটি আবেগের। এক সময় বাড়িতেই ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান হতো। ভাইকে ফোঁটা দিতাম। সে সব দিন এখন অতীত। তবে আশ্রম কর্তৃপক্ষ ভাই ফোটার আয়োজন করায় মনে হয় হারিয়ে যাওয়া দিনগুলি ফিরে পেলাম। সমাজসেবী সুমিত বন্দ্যোপাধ্যায় বলেন, আজকের দিনটি বিশেষ, আবাসিকদের সাথে অনেক আনন্দ ভাগ করে নিলাম।

LEAVE A REPLY