ভোপাল-হাওড়া এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন,পানাগড়ে দাঁড়াবে বিভূতি এক্সপ্রেস

0
39

নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ ভোপাল-হাওড়া এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন হল বৃহস্পতিবার। বর্ধমান জংশন স্টেশনে এই ট্রেনের উদ্বোধন করেন বিজেপি সাংসদ সুরেন্দ্র সিং অহলুওয়ালিয়া। তিনি জানান, এখানকার মানুষের দীর্ঘদিনের দাবী ছিল এই রুটে একটা ভালো ট্রেনের। আজ সেই দাবী পূর্ণ হল। গত সোমবার এই এক্সপ্রেস ট্রেনটি হাওড়া থেকে ভোপালের উদ্দ্যেশ্যে রওনা দিয়েছিল। গত বুধবার আবার ভোপাল থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়ে আজ দুপুর ১টা ৩৭ মিনিট নাগাদ বর্ধমান স্টেশনে ঢোকে। সেখানেই এই উদ্বোধন অনুষ্ঠান করা হয়। সবুজ পতাকা উড়িয়ে ট্রেনের উদ্বোধন করেন সাংসদ।উপস্থিত ছিলেন পূর্ব রেলের আধিকারিকরা। সুরেন্দ্র সিং অহলুওয়ালিয়া জানান, এই রুটে বহু মানুষজন ব্যবসা ও শিক্ষার ক্ষেত্রে যাতায়াত করেন। তাদের জন্য এই ট্রেনের যাতায়াত ব্যবস্থা ভালো হলো। এছাড়াও আজ থেকে পশ্চিম বর্ধমানের মানকরে ইন্টারসিটি এক্সপ্রেস ও পানাগড়ে বিভূতি এক্সপ্রেস দাঁড়াবে বলে জানান সাংসদ। পাশাপাশি রেলের দু’টি ফুট ওভার ব্রীজেরও আজ উদ্বোধন করেন সাংসদ সুরেন্দ্র সিং অহলুওয়ালিয়া। এদিন বর্ধমান স্টেশনে ভোপাল হাওড়া এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হননি তৃণমূল কংগ্রেসের দুই বিধায়ক। তাদের অনুপস্থিতি নিয়ে সাংসদ অহলুওয়ালিয়া বলেন, স্থানীয় দুই বিধায়ককে রেলের তরফে আমন্ত্রণ জানানো হয়েছিল।তবে তারা আসেনি। এর আগেও এখানেই রেলের এক্সিলেটর উদ্বোধন অনুষ্ঠানেও গরহাজির ছিলেন এই দুই বিধায়ক। যদিও বিষয়টি নিয়ে টিপ্পনী কাটতে ছাড়েনি সাংসদ। তিনি বলেন, সমস্ত সরকারি অনুষ্ঠানেই সাংসদ, বিধায়কদের আমন্ত্রণ জানানো উচিৎ। আমার ক্ষেত্রে এখানে সেই সৌজন্য বোধ হয় দেখানো হয় না। ওরা হয়তো ভাবে সাংসদ সেখানে বক্তব্য রাখলে মানুষের মন জয় করে নেবে, সেজন্যই হয়তো আমাকে ডাকা হয় না।

LEAVE A REPLY