নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ বাঁকুড়ার কৃতি সন্তান বিবেক সরেন। সাঁওতালি মাধ্যম অলচিকি লিপিতে পড়াশোনা করে সাঁওতালি মাধ্যমের রাজ্যে প্রথম স্থান দখল করেছে সে। ৪৭২ নাম্বার পেয়ে রাজ্য মেধা তালিকায় প্রথম স্থান দখল করেছে। প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে ৯৪.৪২% নাম্বার পেয়েছে বিবেক। বাঁকুড়ার রাইপুরের পন্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছিল সে। আগামী দিনে ইংরাজী নিয়ে পড়াশোনা করতে চায় রাইপুর ব্লকের আহাআড়া গ্রামে প্রত্যন্ত অঞ্চলের এই মেধাবী ছাত্র। তার সাফল্যে খুশি বিবেক এবং বিবেকের স্কুলের শিক্ষকেরা।